সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। এই শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোমবার ভোর চারটে ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে।
সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :